Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১। আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের আর্থসামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। যেমন-

সাধারণ আনসার প্রশিক্ষণ (১) মৌলিক প্রশিক্ষণ-সাধারণ আনসার পিসি (পুরুষ) (২) মৌলিকপ্রশিক্ষণ-সাধারণ আনসার এপিসি (পুরুষ), (৩) মৌলিক প্রশিক্ষণ-সাধারণ আনসার(পুরুষ), (৪) মৌলিক প্রশিক্ষণ-সাধারণ আনসার (মহিলা) (৫) যুগপৎ প্রচলিত ও অপ্রচলিত যুদ্ধ প্রশিক্ষণ-সাধারণ আনসার (পুরুষ),(৬) সতেজকরণপ্রশিক্ষণ-উপজেলা কোম্পানী/প্লাটুন (পুরুষ ও মহিলা), (৭) উপজেলা/থানাকোম্পানী কমান্ডার সতেজকরণ প্রশিক্ষণ-সাধারণ আনসার (পুরুষ)।

ভিডিপি ও টিডিপি প্রশিক্ষণ- যেমন- (১) ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা), (২) টিডিপি মৌলিকপ্রশিক্ষণ (পুরুষ ও মহিলা), (৩) ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণ-ইউনিয়নদলনেতা-দলনেত্রী, (৪) ডিজিটাল বাংলাদেশ ক্লাব সমিতি পূর্ণগঠন ও পরিচালনাপ্রশিক্ষণ-(ভিডিপি পুরুষ/মহিলা)।

পেশাভিত্তিক প্রশিক্ষণ সাধারণ আনসার যেমন-(১) মটর ড্রাইভিং ও ভেহিকেল ম্যান্টেনেন্স প্রশিক্ষণ-সাধারণ আনসার(পুরুষ), (২)ফ্রিজ ও এয়ারকন্ডিশন মেরামত প্রশিক্ষণ-সাধারণ আনসার (পুরুষ), (৩)ইলেট্রিশিয়ান প্রশিক্ষণ-সাধারণ আনসার (পুরুষ), (৪)বেসিক কম্পিউটারপ্রশিক্ষণ- সাধারণ আনসার (পুরুষ ও মহিলা), (৫) মৎষ্য চাষ প্রশিক্ষণ-সাধারণআনসার (পুরুষ), (৬) হস্ত শিল্প (বাশ ও বেত) প্রশিক্ষণ মহিলা আনসার।

পেশাভিত্তিক প্রশিক্ষণ ভিডিপি- যেমন- (১) মটর ড্রাইভিং ও ভেহিকেল ম্যান্টেনেন্স প্রশিক্ষণ- ভিডিপি(পুরুষ), (২) ফ্রিজ ও এয়ারকন্ডিশন মেরামত প্রশিক্ষণ- ভিডিপি (পুরুষ), (৩)ইলেট্রিশিয়ান প্রশিক্ষণ-ভিডিপি (পুরুষ), (৪) মোবাইল টেলিফোন সেট মেরামত ওরক্ষনাবেক্ষণ প্রশিক্ষণ-ভিডিপি (পুরুষ ও মহিলা) (৬) বেসিক কম্পিউটারপ্রশিক্ষণ- ভিডিপি (পুরুষ ও মহিলা), (৭) অমৌসুমী সবজি চাষ প্রশিক্ষণ-ভিডিপি(পুরুষ), (৮) উন্নত প্রযুক্তিতে নার্সারী স্থাপন প্রশিক্ষণ-ভিডিপি(পুরুষ), (৮) ফল চাষ প্রশিক্ষণ-ভিডিপি (পুরুষ ও মহিলা), (৯) ফুল চাষপ্রশিক্ষণ-ভিডিপি (পুরুষ), (১০) নকশি কাথা তৈরী প্রশিক্ষণ-ভিডিপি (মহিলা), (১১) গবাদী পশু পালন ও প্রাথমিক পশু চিকিৎসা প্রশিক্ষণ-ভিডিপি (পুরুষ), (১২) হাস-মুরগী পালন ও চিকিৎসা প্রশিক্ষণ-ভিডিপি(মহিলা), (১৩)  মৎষ্য চাষপ্রশিক্ষণ- ভিডিপি(পুরুষ), (১৪) হস্ত শিল্প (বাশ ও বেত) প্রশিক্ষণ-ভিডিপি(মহিলা), (১৫)কার্পেন্ট্রি প্রশিক্ষণ-ভিডিপি (পুরুষ) ।

সেলাই প্রশিক্ষণ- যেমন-  (১) সেলাই প্রশিক্ষণ-সাধারণ আনসার (মহিলা), (২) সেলাইপ্রশিক্ষণ-ভিডিপি (মহিলা), (৩) সোয়েটার নিটিং প্রশিক্ষণ-ভিডিপি (পুরুষ) ।

কারিগরি প্রশিক্ষণ- যেমন- (১) ওয়েলডিং প্রশিক্ষণ সাধারণ আনসার ও ভিডিপি (পুরুষ), (২) রডবাইন্ডিং (৩) বিন্ডিং পেইন্টার (৪) এলুমিনিয়াম ফেব্রিকেশন, (৫) পাইপ ফিটিং, (৬) রেফ্রিজারেশন এন্ড এসি, (৭) মোবাইল ফোন রিপিয়ার এন্ড সার্ভিসিংইত্যাদি।

২।  উক্ত প্রশিক্ষণগ্রহণ করতে হলে ইউনিয়ন পর্যায় ইউনিয়ন দলপতি/দলনেত্রী এবং থানা আনসারকমান্ডারদের সহযোগীতায় উপজেলা আনসার ও ভিডিপি অফিসারদের মাধ্যমে সদর দপ্তরকর্তৃক প্রশিক্ষণ নির্দেশীকার আলোকে প্রশিক্ষণ কোটা মোতাবেক উক্ত প্রশিক্ষণপ্রদান করা হয়ে থাকে । যাহা জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি মহোদয়কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে। ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গ্রহণকারী এবং সাধারণআনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণকারী (২১ দিন মেয়াদী) সদস্য-সদস্যাদের সরকারঘোষিত ১০% কোটা মোতাবেক সরকারী-বেসরকারী চাকুরীর সুযোগ রয়েছে।